ঢাকা-ময়মনসিংহ রুটে আওয়লিয়ানগর রেল স্টেশনে ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
এদিকে, এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও ট্রেনের শিডিউল বিপর্য এড়াতে বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী ৭টি ট্রেন ৪ দিন যাত্রাবিরতি করবে না।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই দেশে অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। তাই ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বেড়ে যায়। যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় রেলকর্তৃপক্ষের। দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়। ওই সময় উত্তর ও পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ থাকে প্রচুর।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















