বিজেপির সদ্য বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতে যে অশান্তি চলছে, তার জন্য একা নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত।
বিচারপতি সূর্যকান্ত শুক্রবার বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’
তার বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর। তার আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী এই মহিলা।’’
নূপুরের আবেদন খারিজ করে দিয়ে তাকে হাই কোর্টে যেতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























