লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আব্দুল সালাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুল সালাম ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আব্দুল সালাম। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আব্দুল সালামের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে আব্দুল সালামের লাশ উদ্ধার করা হয়।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এরই মধ্যে শিশু আব্দুল সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টারের নাম 

























