শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে কুচকাওয়াজে গুলিবর্ষণে নিহত ৬

যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ইলিনয়ের শিকাগো শহরের উপকণ্ঠে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে ঘটনাটি ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের অনুষ্ঠান চলছিলো এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।

হামলার পর ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের একজনকে সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ এবং পুলিশ তার ছবিও ইতিমধ্যে প্রকাশ করেছেন।

হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড জানান, তিনি ও তার প্রচার শিবির কুচকাওয়াজের শুরুর দিকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই গুলি শুরু হয়। এতে কয়েকজনের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন বলে জানান তিনি।

এ দিকে হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছেন শহর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় আনা হয়েছে। সমুদ্র সৈকতগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে লোকজনকে। বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।অধিকার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে কুচকাওয়াজে গুলিবর্ষণে নিহত ৬

প্রকাশিত সময় : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ইলিনয়ের শিকাগো শহরের উপকণ্ঠে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে ঘটনাটি ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের অনুষ্ঠান চলছিলো এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।

হামলার পর ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের একজনকে সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ এবং পুলিশ তার ছবিও ইতিমধ্যে প্রকাশ করেছেন।

হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড জানান, তিনি ও তার প্রচার শিবির কুচকাওয়াজের শুরুর দিকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই গুলি শুরু হয়। এতে কয়েকজনের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন বলে জানান তিনি।

এ দিকে হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছেন শহর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় আনা হয়েছে। সমুদ্র সৈকতগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে লোকজনকে। বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।অধিকার