চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল-বাস মুখোমুখী সংঘর্ষে আরিফ হোসেন (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলপি সড়ক এলাকার দুলাল মিয়ার ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফের মৃত্যু হয়। এ ঘটনায় মোহাম্মদ দ্বীন মুহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























