শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসে একাধিক ভর্তিচ্ছু পরীক্ষার্থী রাখতে টাকা দাবির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মেসে অবস্থানরত প্রত্যেক বর্ডার শুধুমাত্র একজন পরীক্ষার্থীকে একদম ফ্রি রাখতে পারবে। তবে কেউ একজনের বেশি পরীক্ষার্থী রাখতে চাইলে মেসের ধরণ অনুযায়ী দিনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুণতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।  

বুধবার (২০ জুলাই) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান এবং সাধারণ সম্পাদক এ.এস.এম ওমর শরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এদিকে, মেস মালিক সমিতির সভাপতি বিজ্ঞপ্তিটি ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে শেয়ার করার পরে ক্ষোভ জানিয়েছে রাবি শিক্ষার্থীরা। ওই পোস্টের কমেন্টে স্নিগ্ধা মনি মীম নামে এক  শিক্ষার্থী লিখেছেন ‘আমার রুমে আমার গেস্ট থাকবে। আমি কষ্ট করে ফ্লোরে থাকবো, বাথরুম আমার নোংরা হবে, বাথরুম পরিস্কার করতে আমার টাকা যাবে, কারেন্ট বিল আমার বেশি আসবে, ক্লোজ কোনো গেস্ট আসলে খাওয়াতেও আমাকেই হবে আর টাকা নেবে মেস মালিক!’

মেস মালিক সমিতির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার্থীকে মেসে ওঠার সময় মেস মালিককে অবশ্যই তার পরিচয় পত্র বা ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি জমা দিতে হবে। রাতে অবস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসতে হবে। মেসের টয়লেট, ডাইনিং রুম, বেলকোনি ব্যবহারের পর নোংরা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সার্বিক সহযোগিতার জন্য, মেস মালিকদের পক্ষ থেকে ক্যাম্পাসের মধ্যে একটি বুথ থাকবে, সেখানে তথ্য, মাস্ক এবং কলমসহ ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় জিনিস পত্র ফ্রি পাওয়া যাবে।

এছাড়া, রাজশাহীর সকল গণপরিবহণকে পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া না দাবি করার জন্য মেস মালিকগণ অনুরোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর মেসে অবস্থান করা কোনো পরীক্ষার্থীর সঙ্গে কোনো মেস মালিক বাজে আচরণ করলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির ফোন নম্বরে বা স্থানীয় থানা পুলিশের ফোন নম্বরে যোগাযোগের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেসে একাধিক ভর্তিচ্ছু পরীক্ষার্থী রাখতে টাকা দাবির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশিত সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মেসে অবস্থানরত প্রত্যেক বর্ডার শুধুমাত্র একজন পরীক্ষার্থীকে একদম ফ্রি রাখতে পারবে। তবে কেউ একজনের বেশি পরীক্ষার্থী রাখতে চাইলে মেসের ধরণ অনুযায়ী দিনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুণতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।  

বুধবার (২০ জুলাই) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান এবং সাধারণ সম্পাদক এ.এস.এম ওমর শরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এদিকে, মেস মালিক সমিতির সভাপতি বিজ্ঞপ্তিটি ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে শেয়ার করার পরে ক্ষোভ জানিয়েছে রাবি শিক্ষার্থীরা। ওই পোস্টের কমেন্টে স্নিগ্ধা মনি মীম নামে এক  শিক্ষার্থী লিখেছেন ‘আমার রুমে আমার গেস্ট থাকবে। আমি কষ্ট করে ফ্লোরে থাকবো, বাথরুম আমার নোংরা হবে, বাথরুম পরিস্কার করতে আমার টাকা যাবে, কারেন্ট বিল আমার বেশি আসবে, ক্লোজ কোনো গেস্ট আসলে খাওয়াতেও আমাকেই হবে আর টাকা নেবে মেস মালিক!’

মেস মালিক সমিতির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার্থীকে মেসে ওঠার সময় মেস মালিককে অবশ্যই তার পরিচয় পত্র বা ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি জমা দিতে হবে। রাতে অবস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসতে হবে। মেসের টয়লেট, ডাইনিং রুম, বেলকোনি ব্যবহারের পর নোংরা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সার্বিক সহযোগিতার জন্য, মেস মালিকদের পক্ষ থেকে ক্যাম্পাসের মধ্যে একটি বুথ থাকবে, সেখানে তথ্য, মাস্ক এবং কলমসহ ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় জিনিস পত্র ফ্রি পাওয়া যাবে।

এছাড়া, রাজশাহীর সকল গণপরিবহণকে পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া না দাবি করার জন্য মেস মালিকগণ অনুরোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর মেসে অবস্থান করা কোনো পরীক্ষার্থীর সঙ্গে কোনো মেস মালিক বাজে আচরণ করলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির ফোন নম্বরে বা স্থানীয় থানা পুলিশের ফোন নম্বরে যোগাযোগের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।