যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ক্যাম্পিং করতে যাওয়া একটি পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিভিন্ন সংবাদ মাধ্যম পুলিশকে উদ্ধৃত করে একথা জাানয়।
গত শুক্রবার রাজ্যটির মাকোকেটা কেভস স্টেট পার্ক থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীর লাশও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যা করে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।
নিহত তিনজনের মধ্যে সারা এবং টাইলার শ্মিটের বয়স ৪২ বছর। শিশু লুলা তাদের মেয়ে।
আইওয়া অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























