নওগাঁর আত্রাইয়ে তেল বিক্রির সময় পরিমাণে কারচুপি করায় মেসার্স নূরবানু ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে পেট্রোল পাম্পটিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে মেসার্স নূরবানু ফিলিং স্টেশনে অভিযান চালাই।
তিনি আরও বলেন, অভিযানকালে পাঁচ লিটার পেট্রোল জারে করে নিয়ে আলাদাভাবে ওজন করি। তাতে যে পরিমাণ কম হয় সে অনুযায়ী তাদের কয়েক মাসের পেট্রোল মজুদ ও বিক্রয় হিসাব করে প্রাথমিক ধারণা মতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।

রিপোর্টারের নাম 























