হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২৩৬৪) এর চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























