শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়া উপজেলা প্রকৌশলী মৃধাকে শোকজ 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার ২ আগষ্ট দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মোঃ আব্দুল্লাহ  শোকজ করার তথ্যটি নিশ্চিত করে বলেন, ঐ উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব দেওয়ার পর তদন্ত কমিটি প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 এ বিষয়ে জানতে চাইলে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন বলেন, শোকজ করা হয়েছে জবাবের পর, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, আমিনুল ইসলাম মৃধা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কুলাউড়ায় যোগদানের পর থেকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজের প্রাক্কলন প্রণয়নে, প্রকল্প বাস্তবায়নে, এডিপির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ, স্বেচ্ছাচারিতা, নথি স্বাক্ষরের দীর্ঘসূত্রতা, হয়রানি ও অসদাচরণ করে আসছেন। ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত তিনি কোনো বিলপত্রে/কাগজে স্বাক্ষর করেন না। কোনো কাজে বার বার ফোন দিলে চেয়ারম্যান-মেম্বারদের ফোন রিসিভ করেন না। তাঁর এমন অসদাচরণ, দুর্নীতি, ঘুষ ছাড়া নথি ছাড়, টাকার বিনিময়ে স্ক্রিম পরিবর্তন, পরিবর্ধন এবং স্বেচ্ছাচারিতার বিষয়ে ভুক্তভোগী হওয়ার পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করার পর তারা কাজের বিল পান।

উল্লেখ্য যে সম্প্রতি, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার অপসারণের দাবিতে বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা লিখিত অভিযোগের অনুলিপি দিয়েছিলেন এলজিইডির বিভিন্ন দপ্তরে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুলাউড়া উপজেলা প্রকৌশলী মৃধাকে শোকজ 

প্রকাশিত সময় : ১১:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার ২ আগষ্ট দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মোঃ আব্দুল্লাহ  শোকজ করার তথ্যটি নিশ্চিত করে বলেন, ঐ উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব দেওয়ার পর তদন্ত কমিটি প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 এ বিষয়ে জানতে চাইলে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন বলেন, শোকজ করা হয়েছে জবাবের পর, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, আমিনুল ইসলাম মৃধা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কুলাউড়ায় যোগদানের পর থেকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজের প্রাক্কলন প্রণয়নে, প্রকল্প বাস্তবায়নে, এডিপির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ, স্বেচ্ছাচারিতা, নথি স্বাক্ষরের দীর্ঘসূত্রতা, হয়রানি ও অসদাচরণ করে আসছেন। ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত তিনি কোনো বিলপত্রে/কাগজে স্বাক্ষর করেন না। কোনো কাজে বার বার ফোন দিলে চেয়ারম্যান-মেম্বারদের ফোন রিসিভ করেন না। তাঁর এমন অসদাচরণ, দুর্নীতি, ঘুষ ছাড়া নথি ছাড়, টাকার বিনিময়ে স্ক্রিম পরিবর্তন, পরিবর্ধন এবং স্বেচ্ছাচারিতার বিষয়ে ভুক্তভোগী হওয়ার পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করার পর তারা কাজের বিল পান।

উল্লেখ্য যে সম্প্রতি, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার অপসারণের দাবিতে বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা লিখিত অভিযোগের অনুলিপি দিয়েছিলেন এলজিইডির বিভিন্ন দপ্তরে।।