বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার আট দিন পর জেলে হারুন মাঝির (৪৫) মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ধলঘাট চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার উত্তর পরুয়াপাড়া ঘাট থেকে গত ২৫ জুলাই ছয়জন জেলে নিয়ে একটি নৌকায় করে মাছ ধরতে সাগরে যান। ওই রাতেই কর্ণফুলী নদীর মোহনার পশ্চিমে একটি লাইটার জাহাজের ধাক্কায় তাদের নৌকাটি ভেঙে যায়। তখন নৌকায় থাকা অন্যরা সাগর সাঁতরে আরেকটি নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হন দুই জেলে। নিখোঁজের দুই দিন পর আবদুর রশিদ (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন হারুন মাঝি।
ঘটনার আট দিন পর হারুন মাঝির মরদেহ মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট চরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশে খবর দেওয়ার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে গায়ের প্যান্ট-গেঞ্জি দেখে মরদেহটি হারুন মাঝির বলে শনাক্ত করেন স্বজনরা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























