চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাবে তাইওয়ানও এবার পাল্টা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিমান ও জাহাজও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সময় শুক্রবার (৫ আগস্ট) সকালে একাধিক চীনা জাহাজ ও বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করার প্রেক্ষিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। খবর এনডিটিভির।
এদিকে, চীনের সামরিক মহড়ার বিষয়ে শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং জানিয়েছেন, ‘দুষ্টু প্রতিবেশী’ আমাদের দরজায় এসে ‘শক্তি প্রদর্শন’ করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে স্বশাসিত দ্বীপটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























