শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাজিয়া মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তায় র‍্যাব-পুলিশ

পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাজিয়া মিছিল প্রদক্ষিণ হবে এমন এলাকা জুড়ে বিশেষ নিরাপত্তার পাশাপাশি মিছিলের আগে পরে বিশেষ বলয় তৈরি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তাজিয়া মিছিলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। ছাদেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।

তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক ও অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি-না, সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সেই অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।

তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব—বলেন শফিকুল ইসলাম।

তাজিয়া মিছিল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত র‍্যাব সদস্যরা থাকবে। মিছিল ঘিরে র‍্যাবের পর্যাপ্ত পরিমাণ সদস্যরা মাঠে থাকবে। মিছিলের আগে সংশ্লিষ্ট স্থানগুলো ডগ স্কয়াট দিয়ে সুইপিং করা হয়েছে।

গুজব প্রতিরোধে কাজ করছে র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিট উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। অনলাইনে কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে কি-না সেটি প্রতিরোধে নজরদারি করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তাজিয়া মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তায় র‍্যাব-পুলিশ

প্রকাশিত সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাজিয়া মিছিল প্রদক্ষিণ হবে এমন এলাকা জুড়ে বিশেষ নিরাপত্তার পাশাপাশি মিছিলের আগে পরে বিশেষ বলয় তৈরি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তাজিয়া মিছিলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। ছাদেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।

তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক ও অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কি-না, সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সেই অনুযায়ী ব্যবস্থাও আমরা গ্রহণ করব।

তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব—বলেন শফিকুল ইসলাম।

তাজিয়া মিছিল ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত র‍্যাব সদস্যরা থাকবে। মিছিল ঘিরে র‍্যাবের পর্যাপ্ত পরিমাণ সদস্যরা মাঠে থাকবে। মিছিলের আগে সংশ্লিষ্ট স্থানগুলো ডগ স্কয়াট দিয়ে সুইপিং করা হয়েছে।

গুজব প্রতিরোধে কাজ করছে র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিট উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। অনলাইনে কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে কি-না সেটি প্রতিরোধে নজরদারি করা হচ্ছে।