নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলি ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্দা উপজেলার ভেবড়া গ্রামের রথিন চন্দ্র(৪০) ও তার শিশু সন্তান রাধাকান্ত(৬)।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন, তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্ত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলিব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও তার স্ত্রী আয়েশা।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 

























