শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ আগস্ট) রাতে এশার নামাজ চলাকালে কাবুলের ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। ইমারজেন্সি নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন।

তবে কারা হামলা করেছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগেও কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন বিশিষ্ট আলেম নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানায়, বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচটি শিশু রয়েছে। যাদের মধ্যে একজনের বয়স সাত বছর।

তালেবানের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে ৩৫ জন আহত অথবা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, কাবুলের খায়েরখানা এলাকায় একটি মসজিদে নামাজ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাবুলে নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

প্রকাশিত সময় : ১১:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ আগস্ট) রাতে এশার নামাজ চলাকালে কাবুলের ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। ইমারজেন্সি নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন।

তবে কারা হামলা করেছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগেও কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন বিশিষ্ট আলেম নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানায়, বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচটি শিশু রয়েছে। যাদের মধ্যে একজনের বয়স সাত বছর।

তালেবানের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে ৩৫ জন আহত অথবা নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, কাবুলের খায়েরখানা এলাকায় একটি মসজিদে নামাজ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।