বিয়ের পর হানিমুন বা মধুচন্দ্রিমা প্রত্যেক নবদম্পতির কাছেই স্পেশাল। জীবনের নতুন ইনিংসে পা রেখে ভালোবাসা, আদরের নানা কাহিনি জমা হয় এই মধুচন্দ্রিমায়। কিন্তু স্ত্রীর সঙ্গে হানিমুনে গিয়ে নাকি তাকে ফেলে সোজা যৌনকর্মীর ঘরে ঢুকে পড়লেন এক যুবক।
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। কারণ জানলে আরো বিস্মিত হবেন। স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন বলেই নাকি সহবাসের ইচ্ছা মেটাতে যৌনকর্মীর দ্বারস্থ ওই যুবক।
ঘটনা আমেরিকার ফ্লোরিডার। ৩৪ বছরের পল টুরোভস্কি পেশায় ব্যবসায়ী। গত ১৫ জুলাই বিয়ে করেন তিনি। এরপর সম্প্রতি ট্যাম্পাতে মধুচন্দ্রিমায় যান। সেখানকার হোটেলে নববধূর সঙ্গে বেশ ভালো সময়ই কাটাচ্ছিলেন। কিন্তু স্ত্রী ঘুমিয়ে পড়তেই কাহানিতে এলো টুইস্ট! একঘেয়েমি কাটাতে অনলাইনে যৌনকর্মীর খোঁজ শুরু করেন পল। পেয়েও যান। স্ত্রীর ঘুমের সুযোগ নিয়েই এরপর সেই যৌনকর্মীর সঙ্গে দেখা করতে চলে যান তিনি।
কিন্তু যে উদ্দেশ্যে যোগাযোগ, সেই যৌন চাহিদা পূরণ হলো না। উল্টো পুলিশের হাতে ধরা পড়ে যান পল। কারণ ঠিক ওই সময়ই এই বেআইনি কর্মীকে আটক করতে হাজির হয় পুলিশ। তাই যৌনকর্মীর ঘরে ঢুকতেই পল দেখেন, সেখানে দাঁড়িয়ে পুলিশ। ফলে পুলিশি অভিযানে ধরা পড়ে যান পলও।
মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীকে ফেলে অন্য নারীর সঙ্গ খুঁজতে যাওয়ার ‘শাস্তি’ যেন হাতেনাতে পেলেন তিনি। এর পরও তাদের বিয়ে টিকে আছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























