1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

বড়লেখায় দিনব্যাপী ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপি বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প, স্কুল শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

(৪ আগস্ট) রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলার লঘাটি গ্রামের প্রবাসী সমাজসেবক মো. মস্তফা উদ্দিন, সবুজ আহমদ, জাহিদুল হক বদই ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্প, ওষুধ বিতরণ ও শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ শতাদিক রোগীকে ফ্রি চিকিৎসা ও তাদের প্রত্যেককে ওষুধ দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, ডাক্তার চয়ন দেব,বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব এর সদস্য নুরুল ইসলাম। 

এসময় ইউপি সদস্য মো. আব্দুল মুকিত, আব্দুর রহমান, শিক্ষক ফখরুল ইসলাম লাল,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ বাদশা, সমাজ সেবক আবুল খায়ের শিমুল,জাহাঙ্গীরুল হক পাপ্পু , মিজানুর রহমান, জিহাদুল হক, জয়নুল ইসলাম, জাফর ইকবাল উপস্হিত ছিলেন। 

আয়োজকরা জানান, দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র, ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন প্রদান করা হয়েছে। এছাড়া স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD