জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় যেতে চায়। যে কোনো মূল্যে স্থায়ী শান্তির জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাজাকার তালেবানি জামাতি ও তার রাজনৈতিক মিত্রদের ক্ষমতার বাহিরে রাখতে হবে এবং বাজার জিন্ডিকেটের হোতাদের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী লুঠেরাদের বুলড্রোজার দিয়ে ধ্বংস করতে হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে জাসদ রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন ছাড়াও কেন্দ্রীয় ও রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























