শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে সাড়ে ৬৫ লাখ প্রাণ নিল করোনা

চলমান মহামারি করোনা ভাইরাসে ভয়াল থাবায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে শেষ ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল এক দিনে প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৯১৯ জন। আগের দিন মারা গেছেন ৮৩৬ জন ও সংক্রমিত হন তিন লাখ এক হাজার ২৫১ জন।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী- মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে পৌঁছে গেছে। নির্ধারিত এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। কিন্তু ওয়ার্ল্ডো মিটারসের তালিকায় মৃত্যুর কোনো তথ্য জানানো হয়নি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ১১২ জন।

করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মার্কিন ভূখণ্ডে মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন নয় কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন নয় কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে মাসে এশিয়ার পরাশক্তি চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে সাড়ে ৬৫ লাখ প্রাণ নিল করোনা

প্রকাশিত সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

চলমান মহামারি করোনা ভাইরাসে ভয়াল থাবায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে শেষ ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল এক দিনে প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৯১৯ জন। আগের দিন মারা গেছেন ৮৩৬ জন ও সংক্রমিত হন তিন লাখ এক হাজার ২৫১ জন।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী- মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে পৌঁছে গেছে। নির্ধারিত এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। কিন্তু ওয়ার্ল্ডো মিটারসের তালিকায় মৃত্যুর কোনো তথ্য জানানো হয়নি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ১১২ জন।

করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মার্কিন ভূখণ্ডে মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন নয় কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন নয় কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে মাসে এশিয়ার পরাশক্তি চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।