মণিরামপুরের রুপোসপুর গ্রামে বিদ্যুতের অবৈধ টানা লাইনে জড়িয়ে খলিল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার দুপুর ১২টার দিকে ঘটেছে। জানা যায়, উপজেলার রুপোসপুর গ্রামের রাইচ মিল মালিক জমশেদ আলীর মোড়লের ছেলে শরিফুল ইসলাম পিঁচের রাস্তা সংলগ্ন অবৈধভাবে তার রাইচ মিল থেকে বিদ্যুতের তার টেনে প্রায় ৭/৮শ ফুট দূরত্বে মাছের ঘেরে নিয়ে গেছে।
গত ৮ অক্টোম্বর সকালে একই গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে কৃষক খলিল(৪৫) তার বাড়ির পাশে চাষি জমিতে কাজ করতে যায়। এ সময় জমির আইলের পাশে জিয়ালী গাছের ডাল কেটে জমি পরিস্কার করছিল। এ সময় গাছে টানানো বিদ্যুত লাইনের অবৈধ সংযোগ তারে জড়িয়ে ঘটনাস্থলে খলিলের মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পর পরই রাইচ মিল মালিক শরিফুল টানা লাইনের সকল তার খুলে ফেলেছে। তবে তার ঘেরে মটর পাম্প ও বিদ্যূত চালিত সকল জিনিস রয়েছে। ঝাঁপা
ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে এসে প্রাথমিক সুরতহালের কাজ করেছে। তবে অবৈধ টানা লাইনে জড়িয়ে মৃত্যুর বিষয়ে রাজগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম কমকে সংবাদ দিলেও ঘটনাস্থলে কেহই আসেনি বলে অভিযোগ উঠেছে। এদিকে নিহত খলিলের দুলাভাই দাউদ জানায়, ঘটনা ঘটে গেছে যেন লাশটি কাটতে না নেয় সেদিকে সবাই নজর রাখবেন। অপর দিকে রাইচ মিল মালিক শরিফুল জানায়, অনেক দিন ধরে লাইনটি চালাচ্ছি কোনদিন বিপদ হয়নি। আজ দুর্ঘটনা ঘটেছে যে কোন ভাবে মিটায়ে ফেলবো।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























