আগামী ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার অধীনে দেশ চলবে, আর কারও কথায় দেশ চলবে না- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের এমন বক্তব্যের প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন। উনি হয়ত এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন। আজ সোমবার (১০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্বপ্ন ছিল ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমানের জানা উচিত, শেখ হাসিনার বদন্যতায় কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত। সে কথা ভুলে গেলে সরকার আবার ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা!
অ্যাডভোকেট সুলতান কামাল সম্পর্কে রুহুল কবির রিজভীর মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তাকে নিয়ে রিজভীর মন্তব্য শিষ্টাচার বহির্ভূত। যারা এ ধরনের মানবাধিকারকর্মী ও সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেন। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সেটা হওয়া উচিত নয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























