শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চর্বি-প্রাণিজ প্রোটিন গ্রহণ স্তন ক্যানসারের কারণ

অধিক মাত্রায় চর্বি ও প্রাণিজ প্রোটিন গ্রহণের কারণে এবং অতিরিক্ত ওজন স্তন ক্যানসারের কারণ হতে পারে। নিঃসন্তান নারী এবং ৩০ বছরের পরে সন্তান নেওয়া নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি। এ জন্য স্তন ক্যানসার সুরক্ষায় ২০ বছর বয়স থেকে প্রতিমাসে একবার স্তন স্ক্রিনিং করতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত হলে নিরাময় শতভাগ সম্ভব।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিন। তিনি বলেন, দেশের ৮০ ভাগ নারী স্তন ক্যানসার সম্পর্কে জানেন না। যে ২০ ভাগ জানেন, তারাও নিয়মিত চেকআপ করান না। অনেক নারী স্ক্রিনিং না করার কারণে যথাসময়ে এ রোগ শনাক্ত হয় না। ফলে মৃত্যু অবধারিত হয়ে পড়ে।

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যাপক শুভাগত চৌধুরী, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, হালিদা হানুম আখতার প্রমুখ।

‘বিস্ক্যান’ অ্যাপের উদ্বোধন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম ল্যাব (এইমস ল্যাব) ও বাংলাদেশ সরকার আইসিটি বিভাগের যৌথ সহযোগিতায় ‘স্তন ক্যানসার সচেতনতা ২০২২’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ সময় ‘বিস্ক্যান’ অ্যাপেরও উদ্বোধন হয়। সব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া, বাংলাদেশ ক্যানসার হাসপাতাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক এমএ হাই, অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম প্রমুখ। অনুষ্ঠানে ‘বিস্ক্যান’ অ্যাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ সিএসই বিভাগের প্রধান এবং এইমস ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চর্বি-প্রাণিজ প্রোটিন গ্রহণ স্তন ক্যানসারের কারণ

প্রকাশিত সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

অধিক মাত্রায় চর্বি ও প্রাণিজ প্রোটিন গ্রহণের কারণে এবং অতিরিক্ত ওজন স্তন ক্যানসারের কারণ হতে পারে। নিঃসন্তান নারী এবং ৩০ বছরের পরে সন্তান নেওয়া নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি। এ জন্য স্তন ক্যানসার সুরক্ষায় ২০ বছর বয়স থেকে প্রতিমাসে একবার স্তন স্ক্রিনিং করতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত হলে নিরাময় শতভাগ সম্ভব।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিন। তিনি বলেন, দেশের ৮০ ভাগ নারী স্তন ক্যানসার সম্পর্কে জানেন না। যে ২০ ভাগ জানেন, তারাও নিয়মিত চেকআপ করান না। অনেক নারী স্ক্রিনিং না করার কারণে যথাসময়ে এ রোগ শনাক্ত হয় না। ফলে মৃত্যু অবধারিত হয়ে পড়ে।

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যাপক শুভাগত চৌধুরী, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, হালিদা হানুম আখতার প্রমুখ।

‘বিস্ক্যান’ অ্যাপের উদ্বোধন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম ল্যাব (এইমস ল্যাব) ও বাংলাদেশ সরকার আইসিটি বিভাগের যৌথ সহযোগিতায় ‘স্তন ক্যানসার সচেতনতা ২০২২’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ সময় ‘বিস্ক্যান’ অ্যাপেরও উদ্বোধন হয়। সব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া, বাংলাদেশ ক্যানসার হাসপাতাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক এমএ হাই, অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম প্রমুখ। অনুষ্ঠানে ‘বিস্ক্যান’ অ্যাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ সিএসই বিভাগের প্রধান এবং এইমস ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।