গাজীপুরে বেপরোয়া বাসের চাপায় মাছবাহী একটি ভ্যানের চার আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন বলেন, বাসন থানা এলাকার তেলিপাড়া চন্দনা চৌরাস্তা থেকে সামান্য উত্তরে দুর্ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, বসুমতি পরিবহনের একটি দ্রুত গতির বাস ভ্যানকে ধাক্কা দেয়। ওই ভ্যানে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























