বন্ধুদের সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন শাওন, জিম ও রিফাত। কিন্তু মেলা দেখে আর বাড়ি ফেরা হলো না তাদের। নারায়ণগঞ্জের নবীগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ইঞ্জিন চালিত নৌকাডুবে তিন বন্ধুর মৃত্যু হলো একসঙ্গে।
এদিকে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের পরিবারের সদস্যরা। এসময় তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নবীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তিন কিশোরের বাড়ি নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের উপ-পরিদর্শক ফোরকান জানান, ১০/১২ জন কিশোর একত্রিত হয়ে বন্দর কদম রসুল দরগাহ মেলায় ঘুরতে যান। রাত ১০টার দিকে মেলা দেখে তারা বাসায় ফেরার জন্য নবীগঞ্জ ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নৌকাটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় ওই কিশোররা নৌকার সামনে অংশে গান গেয়ে আনন্দ করছিলেন। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন তিনজন।
তিনি আরও জানান, খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনজনের লাশ রাতেই উদ্ধার করে

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























