সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাসের ছেলেকে নিয়েই জন্মদিন উদযাপন করবেন পরী

প্রতিবছর বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, কোলে তার দু’মাস বয়সী সন্তান। তাই জন্মদিন উদযাপন হবে কিনা তা নিয়ে চলে দফায় দফায় পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত এসেছে, যাই হোক জন্মদিন তিনি উদযাপন করবেনই।

জানা গেছে, প্রথমে ভেবেছিলেন জন্মদিন উদযাপন করবেন না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের বাবা রাজও শুটিং-এ থাকেন, সামনে তার দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন রাজ। সব মিলিয়ে জন্মদিন উদযাপন থেকে সরে এসেছিলেন তিনি, কিন্তু সেই সিদ্ধান্তে কষ্ট পাচ্ছেন পরী। তাই আবারও নতুন সিদ্ধান্ত এসেছে।

অন্য বছরের মত এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। এবার তার অনুষ্ঠানের অন্যতম অতিথি দুই মাস বয়সী ছেলে রাজ্য। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার ৩১তম জন্মদিন, প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি।

এ নিয়ে পরী বলেন, “প্রথমে ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেব। রাজ্যের বাবার তো শুটিং থাকে, আবার সামনে ওর দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজ। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”

তবে জন্মদিন উদযাপনের ভেন্যু ও অতিথি কারা থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি পরীমনি।

তিনি বলেন, “আগে তো জন্মদিনে নানুকে নিয়ে কেক কাটতাম। কিন্তু এখন আমরা চারজন। নানু আছেন, রাজ আছে, আর রাজ্য ও আমি। এবার জন্মদিনের কেক কাটব ছেলের হাত ধরে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমনি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেল থেকে বেরিয়ে সেবার জন্মদিন উদযাপন করেন পরীমনি।

সম্প্রতি পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এছাড়া ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শেষের দিকে রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দুই মাসের ছেলেকে নিয়েই জন্মদিন উদযাপন করবেন পরী

প্রকাশিত সময় : ১১:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

প্রতিবছর বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, কোলে তার দু’মাস বয়সী সন্তান। তাই জন্মদিন উদযাপন হবে কিনা তা নিয়ে চলে দফায় দফায় পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত এসেছে, যাই হোক জন্মদিন তিনি উদযাপন করবেনই।

জানা গেছে, প্রথমে ভেবেছিলেন জন্মদিন উদযাপন করবেন না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের বাবা রাজও শুটিং-এ থাকেন, সামনে তার দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন রাজ। সব মিলিয়ে জন্মদিন উদযাপন থেকে সরে এসেছিলেন তিনি, কিন্তু সেই সিদ্ধান্তে কষ্ট পাচ্ছেন পরী। তাই আবারও নতুন সিদ্ধান্ত এসেছে।

অন্য বছরের মত এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। এবার তার অনুষ্ঠানের অন্যতম অতিথি দুই মাস বয়সী ছেলে রাজ্য। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার ৩১তম জন্মদিন, প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি।

এ নিয়ে পরী বলেন, “প্রথমে ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেব। রাজ্যের বাবার তো শুটিং থাকে, আবার সামনে ওর দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজ। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”

তবে জন্মদিন উদযাপনের ভেন্যু ও অতিথি কারা থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি পরীমনি।

তিনি বলেন, “আগে তো জন্মদিনে নানুকে নিয়ে কেক কাটতাম। কিন্তু এখন আমরা চারজন। নানু আছেন, রাজ আছে, আর রাজ্য ও আমি। এবার জন্মদিনের কেক কাটব ছেলের হাত ধরে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমনি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেল থেকে বেরিয়ে সেবার জন্মদিন উদযাপন করেন পরীমনি।

সম্প্রতি পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এছাড়া ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শেষের দিকে রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।