নাটোরের সিংড়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে সিএনজির চালক রফিকুল ইসলাম (৩৪) নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম মুচিপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে বুলবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর যাত্রীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই জুবায়ের হোসেন বলেন, নিহত ব্যক্তির পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























