দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে কয়েক ডজন মানুষ হার্ট অ্যাটাক করেছেন। খবর বিবিসির।
ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সেখানে আরও ৮১ জনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
করোনা মহামারি পর প্রথমবারের মতো সেখানে মাস্ক ছাড়াই উন্মুক্ত স্থানে হ্যালোইন উৎসব চলছে। এ উপলক্ষে একটি জনপ্রিয় নৈশকেন্দ্র এলাকায় লক্ষ মানুষ জমায়েত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























