সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ভোক্তা অধিকারের পক্ষে মানববন্ধন

রাজশাহীতে ভোক্তা অধিকারবিরোধী তৎপরতায় বেকারি মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’র (সিসিএস) যুব সংগঠন এটি।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে তরুণ ভোক্তা সংগঠকরা বক্তব্য দেন।

মানববন্ধনে ‘পচা বাসি বেকারি- আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে- ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন- বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদুন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগণের বিরুদ্ধে মানববন্ধন করার শামিল। এটাকে ভোক্তা অধিকারবিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি নয়, যে কোনো মালিক সমিতি ভোক্তা অধিকারবিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমরা বলতে চাই, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জনকল্যাণে আরও বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে ভোক্তা অধিকারের পক্ষে মানববন্ধন

প্রকাশিত সময় : ১০:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

রাজশাহীতে ভোক্তা অধিকারবিরোধী তৎপরতায় বেকারি মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’র (সিসিএস) যুব সংগঠন এটি।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে তরুণ ভোক্তা সংগঠকরা বক্তব্য দেন।

মানববন্ধনে ‘পচা বাসি বেকারি- আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে- ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন- বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদুন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগণের বিরুদ্ধে মানববন্ধন করার শামিল। এটাকে ভোক্তা অধিকারবিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি নয়, যে কোনো মালিক সমিতি ভোক্তা অধিকারবিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমরা বলতে চাই, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জনকল্যাণে আরও বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।