পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লং মার্চ চলছেই। পঞ্চম দিনের মতো মঙ্গলবার গুজরানওয়ালা অভিমুখে লং মার্চ শুরু করার কথা জানিয়েছেন তিনি। ইমরান খান তার এই কর্মসুচির মধ্য দিয়ে পাকিস্তানের শান্তিপূর্ণ বিপ্লব ঘটানোর কথা বলছেসন।
সময়ের সঙ্গে সঙ্গে ইমরান খানের লংমার্চ জোরালো হচ্ছে। এ অবস্থায় লংমার্চ যাতে ইসলামাবাদে ঢুকতে না পারে, সে জন্য ১৪৪ ধারার আওতাধীন এলাকা বাড়িয়েছে সরকার।
খান চাঁ দা কিলায় চতুর্থ দিনের লং মার্চে এক বক্তব্যে ইমরান খান বলেন, তিনি কারও মানসিক দাস নন। চোরদের জাতি কখনও গ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আগাম নির্বাচনের দাবিতে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দেন ইমরান খান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের পছন্দের সরকার পেলেই দেশ সত্যিকারের স্বাধীনতা পাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘যখন আমরা একটি শহরের মধ্য দিয়ে যাবো, সবাই দেখতে পাবেন যে দেশে বিপ্লব আসছে। জাতি জানবে পাকিস্তানে একটি শান্তিপূর্ণ বিপ্লব আসছে।’
এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, লাহোরের লিবার্টি স্কয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চে তার সমর্থকদের সঙ্গে অংশ নেবেন তিনি। এই দুই শহরের মধ্যে দূরত্ব ৩৮০ কিলোমিটার।
গত ২৮ অক্টোবর লাহোর থেকে লংমার্চ শুরু করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























