পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন তাঁর দলের নেতারা।
লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খানকে দেখতে যান পাঞ্জাবের শিক্ষামন্ত্রী ও পিটিআই নেতা মুরাদ রাস। সাংবাদিকদের মুরাদ রাস বলেন, নেতার শারীরিক অবস্থা অনেকটা ভাল, শঙ্কামুক্ত। দেখা যাক, চিকিৎসকেরা কী বলেন। এ সময় তিনি ইসলামাবদ অভিমুখে লংমার্চ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন। খবর ডন, জিওটিভির।
বৃহস্পতিবার আগাম জাতীয় নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফা লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পায়ে দুটি গুলি লাগে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত কয়েকজন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর পাকিস্তানের লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ইমরান খানের এ লংমার্চ শুরু হয়।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























