রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার বিকেলে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে বলে আমরা খবর পাই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























