ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়িবহরে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে ঢাকায় ফেরার পথে গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ দুই নেতার ওপর হামলা হয়। এরপরই দেশের সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে (জেলা পদমর্যাদার সব ইউনিট) বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল।
এ ছাড়া আগামী শনিবার সারা দেশের (কুমিল্লা বিভাগ ছাড়া) সব থানা, পৌর এলাকা ও কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের সব ইউনিটের নেতাকর্মীকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























