সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন, তাই ১১ ডিসেম্বর সরকারের পতন ঘটাবে। কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিয়ে সরকারের পতন ঘটায়, তা দেখা যাবে।’

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরে নারী শিশু হত্যা করা হয়নি। অথচ ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি মেজর জিয়াউর রহমান। আর হরকাতুল জিহাদসহ অন্যদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাকারী তারেক রহমান। শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে তারেক রহমানের নাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে হরকাতুল জিহাদের লোকেরা।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খেলা হবে, খেলা হবে। আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কী আঙুল চুষবে? বিদেশে অর্থপাচারকারী, আগুন সন্ত্রাসী, খুনি চক্রের বিরুদ্ধে খেলা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়, তাহলে তাদের বাধা দেওয়া হবে না। কিন্তু যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের বাধা দেওয়া হবে, কঠোর হস্তে দমন করা হবে।’

এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারা (বিএনপি) আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। ওরা আবারও শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন’

প্রকাশিত সময় : ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন, তাই ১১ ডিসেম্বর সরকারের পতন ঘটাবে। কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিয়ে সরকারের পতন ঘটায়, তা দেখা যাবে।’

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরে নারী শিশু হত্যা করা হয়নি। অথচ ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি মেজর জিয়াউর রহমান। আর হরকাতুল জিহাদসহ অন্যদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাকারী তারেক রহমান। শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে তারেক রহমানের নাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে হরকাতুল জিহাদের লোকেরা।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খেলা হবে, খেলা হবে। আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কী আঙুল চুষবে? বিদেশে অর্থপাচারকারী, আগুন সন্ত্রাসী, খুনি চক্রের বিরুদ্ধে খেলা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়, তাহলে তাদের বাধা দেওয়া হবে না। কিন্তু যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের বাধা দেওয়া হবে, কঠোর হস্তে দমন করা হবে।’

এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারা (বিএনপি) আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। ওরা আবারও শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়।