সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নিলেন রাবির শিক্ষক শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া বছরব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন তারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ-সুন্দর জীবন’ প্রতিপাদ্যে পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর ।

কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় তারা ক্যাম্পাসে যত্রতত্র পড়ে থাকা কাগজ, চিপস-চকলেট ও খাবারের প্যাকেট ইত্যাদি তুলে হাতের প্লাস্টিকের ব্যাগে রাখেন। প্রশাসন ভবন ছাড়াও গ্রন্থাগার চত্বর, অ্যাকাডেমিক ভবনসমূহ ও আবাসিক হল এলাকায়ও রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

উদ্বোধনী পর্বে প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার।ক্যাম্পাসের যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মন উৎফুল্ল রাখবে। আমাদের সবাইকে প্রতিদিন ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, এই ক্যাম্পাস আমাদের। ক্যাম্পাস পরিষ্কার থাকলে আমাদেরই ভালো লাগবে।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম চলমান থাকবে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। তাই এ অভিযান সবসময়ের জন্য চালু রাখতে হবে।

আরেক প্রো-ভিসি অধ্যাপক এম হুমায়ুন কবীর বলেন, ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয় সচেতনতা বাড়ানো জন্য আমাদের আজকের এই কর্মসূচি। সারা বছর ধরে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে। ক্যাম্পাস পরিষ্কার রাখতে সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণে আহ্বান জানাই।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউট, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেলের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নিলেন রাবির শিক্ষক শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ১১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া বছরব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন তারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ-সুন্দর জীবন’ প্রতিপাদ্যে পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর ।

কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় তারা ক্যাম্পাসে যত্রতত্র পড়ে থাকা কাগজ, চিপস-চকলেট ও খাবারের প্যাকেট ইত্যাদি তুলে হাতের প্লাস্টিকের ব্যাগে রাখেন। প্রশাসন ভবন ছাড়াও গ্রন্থাগার চত্বর, অ্যাকাডেমিক ভবনসমূহ ও আবাসিক হল এলাকায়ও রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

উদ্বোধনী পর্বে প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার।ক্যাম্পাসের যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মন উৎফুল্ল রাখবে। আমাদের সবাইকে প্রতিদিন ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, এই ক্যাম্পাস আমাদের। ক্যাম্পাস পরিষ্কার থাকলে আমাদেরই ভালো লাগবে।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম চলমান থাকবে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। তাই এ অভিযান সবসময়ের জন্য চালু রাখতে হবে।

আরেক প্রো-ভিসি অধ্যাপক এম হুমায়ুন কবীর বলেন, ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয় সচেতনতা বাড়ানো জন্য আমাদের আজকের এই কর্মসূচি। সারা বছর ধরে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে। ক্যাম্পাস পরিষ্কার রাখতে সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণে আহ্বান জানাই।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউট, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেলের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।