ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষণার পরে এমন পরিস্থিতি তৈরি হয়।
এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে তারা দাবি করেছেন, দলীয় কোনো কোন্দল নেই।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্মেলন শেষে অতি উৎসাহী কিছু লোক চেয়ার ভাঙচুর করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এহতেশামূল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।-রাইজিংবিডি.কম