রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে।তিনি বলেন, ‘এটার উৎপত্তিস্থল ছিল বে অফ বেঙ্গলে। ১৯ দশমিক ১৩ নর্থ আর ৮৯ দশমিক ৮৪ পুর্বে। এটার রিকটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে।
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















