গাজীপুরের শ্রীপুরে এস.বি.এস টেক্সটাইল কারখানার তুলার গুদামের আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৮০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ চলছে। ১১ হাজার লিটারের বিশেষ গাড়ি ভর্তি করতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। দূর থেকে গাড়িতে পানি আনতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এ ছাড়া মাওনা চৌরাস্তার যানজটের কারণেও বাধাগ্রস্ত হচ্ছে পানি বহনের কাজ। স্থানীয়দের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে।
মাওনা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মাজহার জানান, ওই কারখানার নিজস্ব তেমন পানির ব্যবস্থা নেই। পাশের একটি কারখানা থেকে পানি নিয়ে দুপুর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সেটিও তিন থেকে চার ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। আশপাশের ডোবা, পুকুরের পানিও বিকেলের মধ্যে শেষ হয়ে যায়। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর কাজ বাধাগ্রস্থ হচ্ছে।
এখন পর্যন্ত ওই গুদামে আগুন জ্বলছে। কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















