রাজধানীর হাজারীবাগে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারীবাগের গদিঘর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হাসিনা বেগম (২৫) এবং তার দুই শিশুসন্তান সিয়াম (৭ মাস) ও সাদিয়া (৩ বছর)। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরবাচামাড়া গ্রামে। তারা গদিঘর এলাকার ২২৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
হাসিনা বেগমের স্বামী সাদ্দাম হোসেন পুলিশকে জানান, তিনি প্রাইভেটকারের চালক। বাচ্চার ঠাণ্ডা লাগাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন মেঝেতে দুই বাচ্চা অচেতন অবস্থায় পড়ে আছে। আর হাসিনা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, ‘খবর পেয়ে আমরা দুজনের হাসিনা বেগম ও শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসি। আর অচেতন অবস্থায় শিশু সাদিয়াকে স্থানীয়রা ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে দুই শিশুকে চেতনানাশক কিছু খাইয়ে ও নারী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















