মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অরুণাচল সীমান্তে ভারত-চীনের সেনাদের সংঘর্ষ

অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ৯ ডিসেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দেশ দুটির সেনাদের মধ্যে।অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত ও চীনের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে।

ভারতের সেনাবাহিনীর বিবৃতির কথা জানিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।

অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা নয়াদিল্লিতে চীনা দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ থেকে গঠিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুন মাসে। এতে ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবিও করে ভারত।চলতি বছরের সেপ্টেম্বর মাসে হিমালয় সীমান্ত বরাবর বিতর্কিত এলাকা স্বাভাবিক রাখতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে, উভয় পক্ষের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডি ফ্যাক্টো সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে প্রোটোকল মেনে চলে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

অরুণাচল সীমান্তে ভারত-চীনের সেনাদের সংঘর্ষ

প্রকাশিত সময় : ০১:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ৯ ডিসেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দেশ দুটির সেনাদের মধ্যে।অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত ও চীনের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে।

ভারতের সেনাবাহিনীর বিবৃতির কথা জানিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।

অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা নয়াদিল্লিতে চীনা দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ থেকে গঠিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুন মাসে। এতে ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবিও করে ভারত।চলতি বছরের সেপ্টেম্বর মাসে হিমালয় সীমান্ত বরাবর বিতর্কিত এলাকা স্বাভাবিক রাখতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে, উভয় পক্ষের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডি ফ্যাক্টো সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে প্রোটোকল মেনে চলে আসছে।