মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নখেও থাকুক নানা রঙের ছোঁয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ১০৭

শীতকাল মানেই নানা উৎসব। বিয়ের মৌসুম তো শুরু হয়েই গেছে। তার পর একে একে আসছে বড়দিন, নতুন বছর। বিশ্বায়নের হাত ধরে পাশ্চাত্যের উৎসবকেও আপন করে নিয়েছে বাঙালি। ফলে এখন থেকেই বড়দিন আর নতুন বছর উদযাপনের পার্টি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

বাঙালির উৎসব উদযাপনে প্রধান দুটি জিনিস হলো ভুরিভোজ আর সাজগোজ। তবে সাজ মানেই কিন্তু শুধু রূপটান নয়। পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিক পরার পাশাপাশি মানানসই নেলপালিশ না পরলে সাজ ঠিক সম্পূর্ণ হয় না। উৎসবের আবহে চারদিক রঙিন হয়ে ওঠে। সেই রং শুধু মনে আর ঠোঁটে নয়, থাকুক নখেও। নখনকশার যুগে পাঁচমেশালি রং দিয়ে নখের সাজ জনপ্রিয় হলেও, একরঙা রঙে নখ রাঙানোতে জুড়ি নেই। আসন্ন উৎসবের আবহে নখ কোন কোন রঙে রাঙাতে পারেন?

হলুদ : ইদানীং অনেকেই নখ নিয়ে নানা কারুকাজ করে থাকেন। ‘নেলআর্ট’ ‘নেল এক্সটেনশন’ তো আছেই। তবে কালো কোনো শাড়ি বা পোশাক পরলে তার সঙ্গে মানিয়ে নখে লাগাতে পারেন হলুদ রঙের নেলপালিশ। হলুদ রং নানা ধরনের হয়। পছন্দ অনুযায়ী পরতে পারেন। ভালো দেখাবে।

গোলাপি : পোশাক কিংবা নেলপালিশ গোলাপির ছোঁয়া থাকলে সুন্দর দেখাতে বাধ্য। হালকা রং পছন্দ করেন যারা, গোলাপি রঙের নেলপালিশ, তাদের প্রথম পছন্দ। সব রঙের পোশাকের সঙ্গেই এই নেলপালিশ বেশ ভালো যাবে।

ধূসর : মন নয়, নখ ধূসর হলে ক্ষতি নেই। খুব রংচঙে কিছু পরতে না চাইলে বেছে নিতে পারেন এমন একটি নেলপালিশ। পোশাক কালো কিংবা নীল, শাড়ি হোক বা লং স্কার্ট- যেকোনো ধরনের পোশাকের সঙ্গে নেলপালিশের এই রং মানাবে।

সাদা : সাদা এমনিতেই খুব স্নিগ্ধ একটি রং। চোখের আরাম দেয়। উৎসবের সব রং মিশে আছে সাদায়। আপনি চাইলে নখেও রাখতে পারেন সেই স্নিগ্ধতার ছোঁয়া। দু’হাতের নখ জুড়ে সাদা রঙের এই বাহার মনে আনবে গাঢ় প্রশান্তি।

সবুজ : সবুজের মতো সতেজ রং খুব কম রয়েছে। প্রকৃতির রং হাতের নাগালে পেতে চাইলে নখে লাগাতে পারেন এই সবুজ। একদিকে ঝলমলে, অন্যদিকে খুব স্নিগ্ধ এই রং। শীতের মৌসুমে যেকোনো উৎসবে অন্যের নজর কাড়তে বেছে নিতে পারেন সবুজ রঙা নেলপালিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নখেও থাকুক নানা রঙের ছোঁয়া

প্রকাশিত সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

শীতকাল মানেই নানা উৎসব। বিয়ের মৌসুম তো শুরু হয়েই গেছে। তার পর একে একে আসছে বড়দিন, নতুন বছর। বিশ্বায়নের হাত ধরে পাশ্চাত্যের উৎসবকেও আপন করে নিয়েছে বাঙালি। ফলে এখন থেকেই বড়দিন আর নতুন বছর উদযাপনের পার্টি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

বাঙালির উৎসব উদযাপনে প্রধান দুটি জিনিস হলো ভুরিভোজ আর সাজগোজ। তবে সাজ মানেই কিন্তু শুধু রূপটান নয়। পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিক পরার পাশাপাশি মানানসই নেলপালিশ না পরলে সাজ ঠিক সম্পূর্ণ হয় না। উৎসবের আবহে চারদিক রঙিন হয়ে ওঠে। সেই রং শুধু মনে আর ঠোঁটে নয়, থাকুক নখেও। নখনকশার যুগে পাঁচমেশালি রং দিয়ে নখের সাজ জনপ্রিয় হলেও, একরঙা রঙে নখ রাঙানোতে জুড়ি নেই। আসন্ন উৎসবের আবহে নখ কোন কোন রঙে রাঙাতে পারেন?

হলুদ : ইদানীং অনেকেই নখ নিয়ে নানা কারুকাজ করে থাকেন। ‘নেলআর্ট’ ‘নেল এক্সটেনশন’ তো আছেই। তবে কালো কোনো শাড়ি বা পোশাক পরলে তার সঙ্গে মানিয়ে নখে লাগাতে পারেন হলুদ রঙের নেলপালিশ। হলুদ রং নানা ধরনের হয়। পছন্দ অনুযায়ী পরতে পারেন। ভালো দেখাবে।

গোলাপি : পোশাক কিংবা নেলপালিশ গোলাপির ছোঁয়া থাকলে সুন্দর দেখাতে বাধ্য। হালকা রং পছন্দ করেন যারা, গোলাপি রঙের নেলপালিশ, তাদের প্রথম পছন্দ। সব রঙের পোশাকের সঙ্গেই এই নেলপালিশ বেশ ভালো যাবে।

ধূসর : মন নয়, নখ ধূসর হলে ক্ষতি নেই। খুব রংচঙে কিছু পরতে না চাইলে বেছে নিতে পারেন এমন একটি নেলপালিশ। পোশাক কালো কিংবা নীল, শাড়ি হোক বা লং স্কার্ট- যেকোনো ধরনের পোশাকের সঙ্গে নেলপালিশের এই রং মানাবে।

সাদা : সাদা এমনিতেই খুব স্নিগ্ধ একটি রং। চোখের আরাম দেয়। উৎসবের সব রং মিশে আছে সাদায়। আপনি চাইলে নখেও রাখতে পারেন সেই স্নিগ্ধতার ছোঁয়া। দু’হাতের নখ জুড়ে সাদা রঙের এই বাহার মনে আনবে গাঢ় প্রশান্তি।

সবুজ : সবুজের মতো সতেজ রং খুব কম রয়েছে। প্রকৃতির রং হাতের নাগালে পেতে চাইলে নখে লাগাতে পারেন এই সবুজ। একদিকে ঝলমলে, অন্যদিকে খুব স্নিগ্ধ এই রং। শীতের মৌসুমে যেকোনো উৎসবে অন্যের নজর কাড়তে বেছে নিতে পারেন সবুজ রঙা নেলপালিশ।