মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে মহান বিজয় দিবস উদযাপিত

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সূর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  এ সময় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সকালে স্থানীয় রফিক উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে অনুষ্ঠান শেষে শারিরীক প্রদর্শন এবং মনোজ্ঞ ডিসপ্লে কসরত করেন পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে মুক্তাগাছা আরকে হাই স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান। জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আয়োকচিত্র প্রদর্শনী। প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সার্কিট হাউজ মাঠে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হবে। এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ময়মনসিংহে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সূর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  এ সময় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সকালে স্থানীয় রফিক উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে অনুষ্ঠান শেষে শারিরীক প্রদর্শন এবং মনোজ্ঞ ডিসপ্লে কসরত করেন পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে মুক্তাগাছা আরকে হাই স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান। জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আয়োকচিত্র প্রদর্শনী। প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সার্কিট হাউজ মাঠে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হবে। এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।