রংপুর তারাগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার পাকজান নেংটিছিড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী আনিছ মিয়া বলেন, ‘তারাগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা সৈয়দপুর উপজেলায় যাচ্ছিল। পাকযান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























