কমিটিতে পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃমেহেদী হাসানকে সভাপতি এবং ফোকলোর বিভাগের ২০১৮-১৯ সেশনের আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সমিতির উপদেষ্টা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ড.এম শাহ নওয়াজ আলি এই কমিটি ঘোষণা করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাহ মোঃ শাহান শাহরিয়ার, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রমথ চন্দ্র সরকার, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক এবং রাজশাহী সিটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সন্দীপ সাহা।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মোঃসাঈদ মোরসালিন প্রান্ত,লোমান হাকীম। যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর আহমেদ। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু। বাশিরুল ইসলাম বাশার কে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি প্রণয়ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক: 

























