পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫০) ও তার মেয়ে আলেছা খাতুন (৩৩)। আলেছা খাতুন হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী। পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘরের মধ্যে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিতে যান মেয়ে আলেছা খাতুন। বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় মেয়ে আলেছা বিদুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে মা জাহনারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু সময় পরিবারের অন্য সদস্যরা তাদের বৈদ্যুতিক তারে আটকে আহত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সাবেক ইউপি সদস্য আরব আলী বিম্বাস বলেন, তার মেয়ে গতকাল সোমবার বিকেলে বেড়াতে আসে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৮:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- ৯৫
Tag :
সর্বাধিক পঠিত


























