কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২১ডিসেম্বর) দুপুরে রাবি শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশ রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদেরকে এতো সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সাদ্দাম ও ইনান ভাইয়ের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে নতুন কমিটির নেতৃত্বে রাবি ছাত্রলীগ সর্বদা জাগ্রত থাকবে।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক: 
























