মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতাকে বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী

অভিনেতা মির্জা বিলালকে বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। শুক্রবার (২৩ ডিসেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন রেহাম খান। এটি তার তৃতীয় বিয়ে। রেহামের স্বামী মডেল-অভিনেতা মির্জা বিলাল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেহাম খান। তাতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছিলেন তিনি। মির্জা বিলাল পরেছিলেন স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, নবদম্পতি হাতে হাত রেখেছেন। তাদের আঙ্গুলে শোভা পাচ্ছে আংটি। খুব সাদা-মাটাভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

রেহাম খান ইনস্টাগ্রাম পোস্টে বলেন— ‘সাধারণ আয়োজনের মাধ্যমে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। সিয়াটলে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।’ এক টুইটে রেহাম খান বলেন, ‘আমাদের বিয়েতে মির্জা বিলালের বাবা-মা উপস্থিত থেকে আমাদের আর্শীবাদ করেছেন। আর বিয়ের উকিল হিসেবে হাজির ছিল আমার ছেলে।’

রেহাম খানের তৃতীয় স্বামী মির্জা বিলাল মার্কিন মুলুকে বসবাস করেন। পেশায় কর্পোরেট জগতের মানুষ হলেও মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত মির্জা। ১৩ বছরের ছোট স্বামীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে রেহাম খান লিখেনে— ‘আমার আত্মার সঙ্গী খুঁজে পেয়েছি।’

২০১৫ সালে ইমরান খানকে বিয়ে করেন ব্রিটিশ সাংবাদিক রিহাম খান। যদিও তাদের দাম্পত্য জীবনের বয়স ছিল মাত্র ১০ মাস। অল্প সময়ে ইমরানে মোহভঙ্গ হয় রেহামের। ইমরান ছিলেন ৪৯ বছর বয়েসী রেহামের দ্বিতীয় স্বামী।

মাত্র ১৯ বছর বয়সে ইজাজ রহমানকে বিয়ে করেন রেহাম। ইজাজ ইংল্যান্ডে বসবাস করেন; পেশায় মনোবিদ। এ সংসারে তাদের তিন সন্তান রয়েছে। ২০০৫ সালে ভেঙে যায় এই বিয়ে। পরবর্তীতে সাংবাদিকতা শুরু করেন পাকিস্তানি বংশোদ্ভূত রেহাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

অভিনেতাকে বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী

প্রকাশিত সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

অভিনেতা মির্জা বিলালকে বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। শুক্রবার (২৩ ডিসেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন রেহাম খান। এটি তার তৃতীয় বিয়ে। রেহামের স্বামী মডেল-অভিনেতা মির্জা বিলাল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেহাম খান। তাতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছিলেন তিনি। মির্জা বিলাল পরেছিলেন স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, নবদম্পতি হাতে হাত রেখেছেন। তাদের আঙ্গুলে শোভা পাচ্ছে আংটি। খুব সাদা-মাটাভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

রেহাম খান ইনস্টাগ্রাম পোস্টে বলেন— ‘সাধারণ আয়োজনের মাধ্যমে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। সিয়াটলে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।’ এক টুইটে রেহাম খান বলেন, ‘আমাদের বিয়েতে মির্জা বিলালের বাবা-মা উপস্থিত থেকে আমাদের আর্শীবাদ করেছেন। আর বিয়ের উকিল হিসেবে হাজির ছিল আমার ছেলে।’

রেহাম খানের তৃতীয় স্বামী মির্জা বিলাল মার্কিন মুলুকে বসবাস করেন। পেশায় কর্পোরেট জগতের মানুষ হলেও মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত মির্জা। ১৩ বছরের ছোট স্বামীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে রেহাম খান লিখেনে— ‘আমার আত্মার সঙ্গী খুঁজে পেয়েছি।’

২০১৫ সালে ইমরান খানকে বিয়ে করেন ব্রিটিশ সাংবাদিক রিহাম খান। যদিও তাদের দাম্পত্য জীবনের বয়স ছিল মাত্র ১০ মাস। অল্প সময়ে ইমরানে মোহভঙ্গ হয় রেহামের। ইমরান ছিলেন ৪৯ বছর বয়েসী রেহামের দ্বিতীয় স্বামী।

মাত্র ১৯ বছর বয়সে ইজাজ রহমানকে বিয়ে করেন রেহাম। ইজাজ ইংল্যান্ডে বসবাস করেন; পেশায় মনোবিদ। এ সংসারে তাদের তিন সন্তান রয়েছে। ২০০৫ সালে ভেঙে যায় এই বিয়ে। পরবর্তীতে সাংবাদিকতা শুরু করেন পাকিস্তানি বংশোদ্ভূত রেহাম।