গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীপুরে ও বিকেলে গাজীপুর মহানগরের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলামের ছেলে নাজমুল আলম রনি (২৬) এবং নেত্রকোনা জেলার বালিজুড়ি থানার পন কেন্দুয়া গ্রামের মৃত হারেসের ছেলে সাদেক হোসেন (৫৫)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে নাজমুল আলম রনি মোটরসাইকেলযোগে বাঘের বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অপরদিকে বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী সাদেক হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরো দুজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















