ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ১৬ সেনা নিহত হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের জেমা সেনাবাহিনীর একটি ট্রাক বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য ও তিনজন জুনিয়র কমিশন অফিসার। এনডিটিভি অনলাইন জানিয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত চার সেনা সদস্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘দেশ তাদের সেবা দায়বদ্ধতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নিহতদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১৬ সেনা
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- ৮৭
Tag :
সর্বাধিক পঠিত



























