হাতুড়ে ডাক্তারের কাছে পেটের চিকিৎসা করাতে গিয়েছিলেন গৃহবধূ। সেই সুযোগ নিয়ে ওই গৃহবধূকে লাগাতার ধর্ষণ করেছে ডাক্তার। এ ঘটনায় অভিযুক্ত হাতুড়ে ডাক্তার বাসুদেব শিটকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধর্ষক ডাক্তারকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই হাতুড়ে ডাক্তার বাসুদেব শিট চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি ভারতের চিন্তামনিপুরের বাসিন্দা। গৃহবধূও ওই এলাকার বাসিন্দা। তিনি বেশ কয়েক বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। কোন সুরাহা না মেলায় পেটের চিকিৎসা করাতে হাতুড়ে ডাক্তারের কাছে যান গৃহবধূ। ওই রাতেই গৃহবধূকে বেশ কয়েকবার ধর্ষণ করে হাতুড়ে ডাক্তার। এমনকী বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য সে গৃহবধূকে খুনের হুমকিও দেন তিনি। তবে গৃহবধূ বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর তাঁরা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পরেই সোমবার রাতে পাথরপ্রতিমা থানার পুলিশ ওই ডাক্তারকে গ্রেফতার করে। মঙ্গলবার কাকদ্বীপে মহকুমা আদালতে তোলা হলে ডাক্তারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, অভিযুক্ত বাসুদেব শিটের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর পরিবারের পাশাপাশি স্থানীয়রা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পেটের চিকিৎসা করতে গিয়ে হাতুড়ে ডাক্তার ধর্ষণ করলো গৃহবধূকে
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- ৮৪
Tag :
সর্বাধিক পঠিত


























