রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্টে জাতীয় পতাকা এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে দলীয় টেন্ট থেকে এক আনন্দ র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালি নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি চলায় আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে সেভাবে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারিনি। তবে ক্যাম্পাস খুললে শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচির আয়োজন করা হবে। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দিবসটি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এ ছাড়া জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রায় শেষ। পরবর্তী স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি পূরণে আমরা দৃঢ়ভাবে কাজ করব।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি কাজি আমিনুল হক লিংকন, মেসবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, আমীর আলী হল শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক নাইম ইসলামসহ তিন শতাধিক নেতাকর্মী।